ভালোবাসার মুহূর্তেরা

প্রেম এক অবাঙমানসগোচর অনুভূতি
বয়ে চলে আবহমান কাল ধরে নদীর মতই।
জলোচ্ছাসে তার ভিজে যায় মানব হৃদয়
বালুকাবেলার রঙিন আলোয়।
প্রথম স্পর্শের আলতো ছোয়ায় নেমে আসে,
অন্ধকার আঁখিপল্লবের ওই গভীরতায়।
উচ্ছল হাসির জ্যোৎস্নায় ভেসে যায়,
মানস চড়াচরের দুই প্রান্ত নীলিমার গাঢ় ছায়ায়।
তবু কি জাগে না সংশয়? প্রিয়ের চাহনি আজ
জিঘাংসায় প্রতিবিম্বিত স্বচ্ছ জলের মত।
শব্দের কষাঘাত সমুদ্রের ফেনার মত,
উপচানো মুহূর্তের বুদবুদ ।
ঘৃণা ভালোবাসা শরীর মন মুহূর্তের এপিঠ ওপিঠ,
ক্রমশ আবছা হয়ে আসে নিয়ন আলোর বিষন্নতায়।
ভাঙাচোরা এই জীবনে মেরামতের ক্রমবর্ধমান আওয়াজ
চাপা পরে যায় সম্পর্কের ধোঁয়াশায়।
মহাকালের অসম সমরে মেতে ওঠা ক্ষণিকের অনুভূতিরা
তলিয়ে যায় সময়ের চোরাবালিতে।
থেকে যায় কিছু অব্যক্ত ব্যথা, অবুঝ অনুভূতি,
আর মলিন স্মৃতি বসুন্ধরার পঞ্চভূতে।।



Post Comment