এক পড়ন্ত বিকেল

বৃষ্টি ধোয়া নরম রোদ্দুর একলা শালিকের ছোটাছুটি,
ব্যস্ত সবাই অফিসপাড়ায় নেই শরিক কেউ মুহূর্তটির।
মেঝের ওপর নরম আলোয় রবির প্রখর দাপট খানি,
মিলিয়ে যাবে অমানিশার অমোঘ আমন্ত্রণের উল্লাসী।
মন খারাপের বিকেল বেলায় একলা বসে মনটা ভারী,
যেতেই হবে অনিচ্ছেতেও সুযোগ নেই যে সময় বাঁধি।
ছায়ার পরে ছায়ার খেলা ছেঁড়া প্লাস্টিক এই জীবনে,
সবাই বাঁচে মরে সবাই তোমার আমার চুক্তিতে।।



Post Comment