স্পর্শ

দারুচিনির গন্ধের সুবাস তোমার ওষ্ঠ ধারায়,
ভাসিয়ে নিয়ে যায় মন্দাকিনির পারে
দূর্বা ঘাসের মত মত সবুজ মসৃন ওই গাল,
এঁকে দিই অধরচুম্বনের মৃদু ছাপের ধারা।
ফোটা ফোটা অশ্রুবিন্দু সিঞ্চন করে ভালোবাসার অমৃত কলসে,
কপোল আমার ভিজে যায় বেলাভূমির বালি মাখা মাটিতে।
সারা শরীর জুড়ে নামে ঢেউয়ের ভাঙ্গন সাক্ষী মুহূর্তেরা,
পলকা মেঘের ভেলায় ডাক আসে সুদূরের ডাক হরকরার।
মন উচাটন সে এক অজানা দেশের গল্প বেজে ওঠে গ্রীবার কুঞ্চনে,
প্রতিচ্ছবি ধরা পরে রাগমোচনের তোমার চোখের আলোতে।
ভালোবাসি ভালোবাসি ওষ্ঠ আমার বেজে ওঠে রুনুঝুনু,
জলতরঙ্গেরা খেলা করে বেড়ায় সারা শীত বসন্ত ধরে শুধু।



Post Comment