মেঘমল্লার – এক বাংলা ওয়েবসাইট : পরিচয়পর্ব

আমার কথা
নমস্কার, আমি ঐন্দ্রিলা। অনেকেই আমাকে চেনেন বা চেনো বা চিনিস, আবার অনেকেরই আমি অপরিচিত। বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত এবং সেখান থেকেই এই বাংলা ওয়েবসাইট খোলার সুপ্ত ইচ্ছার সূচনা। এছাড়াও যার কথা না বললেই নয়, সাইটের টেকনিক্যাল বিষয়ে আমাকে সাহায্য করেছে স্বর্ণ কর্মকার।
কেন মেঘমল্লার?

বহুদিনের ইচ্ছে ছিল একটা নিজস্ব বাংলা ওয়েবসাইট খোলার যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে যাবতীয় কথা নিঃসংকোচে লিখতে পারব এবং তোমাদের কাছে তা পৌঁছে যাবে। তাই আবারো অনেক ভাবনা চিন্তা করে নতুন বাংলা সাইট খুললাম- মেঘমল্লার। তোমাদের মনে হতেই পারে মেঘমল্লার নাম কেন? ছোটবেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার সঙ্গে পরিচিতি লাভ ঘটেছিল এক অপূর্ব গল্পের মাধ্যমে – মেঘমল্লার। এত সুন্দর গল্প আমার শিশু মনকে ভীষণ ভাবে নাড়া দিয়ে গিয়েছিল। আর পড়েছিলাম মেঘদূত, কালিদাসের, বুঝেছিলাম আবেগের এ এক অন্য নাম। নাম নিয়ে যখন মন তোলপাড়, চকিতে মাথায় এল মেঘমল্লার নামটির কথা। আমার এই ওয়েবসাইটটি ঘিরে যাবতীয় ভাবনা চিন্তা, লেখালেখি সবকিছুই মন মেঘের ভেলায় করে পৌঁছে যাবে তোমাদের কাছে। সেই ভাবনা থেকেই মেঘমল্লার।
বিষয়বস্তু
মেঘমল্লারে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, এখানে থাকবে হরেক রকম বিষয়ের মনহরি কারবার। থাকবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, যেমন:
- পায়ের তলায় সর্ষে – যেহেতু খুব ঘুরতে ভালোবাসি, তাই প্রত্যেকবার ঘুরে আসার পর আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নেব।
- মায়ের মত রান্না – আমার পছন্দের আরেকটা বিষয়। ইচ্ছে আছে বাংলার ঘরের বিভিন্ন রকমের রান্না নিয়ে তোমাদের সঙ্গে কিছুটা আনন্দ ভাগ করে নেওয়ার ।
- চুপকথা – এখানে মানসিক সমস্যা নিয়ে আমরা মনের কুঠুরির গোপন দরজা খুলে দেব।
- এবং অন্যান্য – এখানে থাকবে যেকোন বিষয় নিয়ে আগডুম বাগডুম কথা।
- আজ মঙ্গলবার – সেই মনে পরে রবি ঠাকুরের সহজ পাঠ – আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন? প্রতি সপ্তাহের মঙ্গলবারে আমি যেকোন একটি বিষয় নিয়ে ব্লগ প্রকাশ করব।
- খিঁচিক- আমার অন্যতম পছন্দের বিষয়। চেষ্টা করব অন্যরকম কিছু ছবি তুলে তোমাদের কাছে নিয়ে আসার।
- ফিসফাস- এটা তোমাদের বিভাগ। এখানে সম্পূর্ণ অজ্ঞাত পরিচয়ে তোমরা তোমাদের কথা আমাদের লিখে জানাতে পারো। তা যেকোনো বিষয় সম্পর্কে লেখা থেকে শুরু করে, ছবি, ভিডিও, তোমাদের যা ইচ্ছে আমাকে পাঠিও। প্রকাশ করা হবে এই সাইটে।
- সাপ্তাহিক মিশন – এখানে থাকবে বিভিন্ন বিষয় নিয়ে সাপ্তাহিক চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলো আমি জিততে পারলাম কিনা তার সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে এই বিভাগে।
- প্রশ্ন উত্তর – তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তা সে যেকোনো বিষয় নিয়েই হোক না কেন, আমি উত্তর দেব, কথা দিলাম।
- অন্য কলম – এই বিভাগে থাকবে তোমাদের লেখা, যারা নিজেরদের নামে নিজেদের যেকোনো লেখা প্রকাশ করতে ইচ্ছুক।
আমরা কেন এই বাংলা ওয়েবসাইট পড়ব?

এবার তোমার বলতেই পারো, আমরা কেন পড়ব, আমাদের কি লাভ? সত্যি কথা! তোমাদের তেমন কোনো লাভ নেই। গুগল বাবার সৌজন্যে এমন কিছু নেই যা আমরা জানি না, আর আমিও এমন উচ্চমার্গের ব্যক্তি নই যে কোনো বিষয় নিয়ে আমার জ্ঞান ভান্ডার উপুড় করে দিতে পারব।
তা ও কেন মেঘমল্লার? এই বিপুল ইন্টারনেটের রাজ্যে এই মেঘমল্লার আমার একটা ছোট্ট মাটিলেপা ঘর যেখানে আমার চিন্তাভাবনারা, সুখ দুঃখের ছোট্ট ছোট্ট কথারা নিশ্চিন্তে ওম নিতে পারবে। এই ঘরের দরজা তোমাদের জন্য সবসময় খোলা, তোমরা চাইলে তাদের সঙ্গে গল্প করতে পারবে, হাসতে পারবে, দুটো কথা বলতে পারবে। তাতে ওরাও একা বোধ করবে না, আর তোমরাও আনন্দ পাবে।
তা তোমাদের কেমন লাগল আমার এই ছোট্ট প্রচেষ্টা, জানিও? অঙ্কুরে শুরু করলাম জানি, কিন্তু তোমাদের যোগদানে, ভালোবাসায় তা একদিন মহীরুহতে পরিণত হবে, এ আমার স্থির বিশ্বাস।
ভালো থেকো, ভালো রেখো।
কেমন লাগল মেঘমল্লারকে? তোমাদের মতামত জানাতে ভুলো না।


Post Comment