About Us
প্রিয় বন্ধুরা,
তোমাদের সঙ্গে অনেক কথাই বলার আছে, কিন্তু সবার আগে একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক, কি বলো? আমি ঐন্দ্রিলা। বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের জগতে কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি। মধ্যমগ্রামের দোলতলাতে আমার ছোট্ট বাসা। বয়স আমার ৩১ হলেও মনে মনে এখনো বছর ষোলোর কিশোরীই রয়ে গেছি। আসলে যত বয়স বাড়ে মানুষ অন্তরে ততই বাচ্চা হতে থাকে। আমার বেলায় খানিকটা ঐরকম হয়েছে।
গল্পের বই পড়তে খুব ভালোবাসি, ভালোবাসি নতুন নতুন জায়গা দেখতে, চিনতে, এবং সর্বোপরি মানুষকে নিরীক্ষণ করতেও মন্দ লাগে না। খাওয়ার ব্যাপারে বলতে গেলে আমি একটু পেটুক স্বভাবের, আলু সেদ্ধ, ঘি ভাত আমার বড় প্রিয়।
এছাড়া গান শুনতে, ছবি তুলতে, সিনেমা দেখতে খুবই ভালোবাসি। সম্পর্কের কথা বলতে গেলে, বাবা, মা বড় দাদা, শাশুড়ি, জা , ভাশুরঠাকুর ও আমার স্বামীকে নিয়ে আমার ছোট্ট একটা জগৎ।
মেঘমল্লার সম্পর্কে
এবার কথা বলা যাক আমার ছোট্ট বন্ধু মেঘমল্লার সম্পর্কে। ওর ব্যাপারে কথা বলার জন্য আমাকে একবারে ব্যতিব্যস্ত করে তুলেছে! আমার এই বন্ধুটি একটু একলা মত, তোমাদের সঙ্গ পাওয়ার জন্য তাই ব্যাকুল। ও বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে, ভাবনা ভাগ করে নিতে খুবই উতলা। ওর লক্ষ্য খুব ছোট্ট, অনেকটা ওরই মত – তা হল তোমাদের মনের ছোট্ট কোণে একটু জায়গা খুঁজে নেওয়া। হবে না একটু …………… জায়গা?
তোমরাও এস, চা খেতে খেতে একটু গল্প হয়ে যাক?
ইতি-
ঐন্দ্রিলা (ও মেঘমল্লার!)