সুন্দরবন ভ্রমণ (২ ০ ২ ৫)
প্রথম পর্ব
এই বছরের গোড়ার দিকে ঘুরতে গিয়েছিলেন সুন্দরবন, জানুয়ারি মাসে। এই সুন্দরবন ট্রিপটা ছিল বরমশাইয়ের তরফ থেকে আমাকে উপহার। থেকেছিলাম ঝড়খালিতে খুব কম বাজেটের গেস্টহাইউসে। অভিজ্ঞতা খুব সুন্দর। সুন্দরবন ভ্রমণ বলতে বেশিরভাগ লোকেই এখন নাক সিঁটকোয়; বলে ওখানে দেখার কিছু নেই। কিন্তু সমস্যাটা সুন্দরবন নয়, সমস্যাটা অন্য জায়গায়।

বেশিরভাগ মানুষই সুন্দরবন টুর বলতে বোঝেন বড় লঞ্চে মাছমাংস সাঁটানো আর লঞ্চে বসেই বাঘ কুমির, হরিণ দেখা। কিন্তু সেটা কষ্টকল্পনা ছাড়া আর কিছুই নয় কারন ওই বড় লঞ্চের শব্দে বাঘ এমনিতেও আপনার কাছে ঘেঁষবে না আর হরিণ তো কোন ছার। আর সত্যি কথা বলতে গেলে বেশির ভাগ মানুষ সুন্দরবন ঘোরেন না, তারা লঞ্চে বসে একটা আধ ঘন্টার রাস্তা চার থেকে পাঁচ ঘন্টা পাক খেতে থাকেন।
বড় লঞ্চের গভীর জঙ্গলের অপ্রশস্ত খাড়িতে ঢোকার এমনিতেও অনুমতি নেই। তার জন্য আপনাকে স্পেশাল পারমিশন করা তে হবে। তাই সকলকে অনুরোধ সুন্দরবন ট্রিপে যাবার আগে যথাযথ খোঁজ খবর নিয়ে যাবেন তাতে, আপনার পয়সা ও সময় দুই বাঁচবে এবং আপনি পরিবারকে নিয়ে জঙ্গলের শিরশিরানি আমেজও অনুভব করতে পারবেন।
এখানে আমরা সুন্দরবন ভ্রমণের প্রথম অংশ দিলাম। আশা করি, আপনাদের ভালো লাগবে। ভিডিও দেখার আগে অবশ্যই সেটিংসে গিয়ে রেজোলিউশন বাড়িয়ে নেবেন ।

Post Comment