×

Privacy Policy

Welcome to Meghmallar (http://meghmallar.com), a personal blog celebrating Bengali stories, travel, food, and life’s little moments. Your privacy matters to us. This policy explains how we handle your data with care and transparency.


1. What Data We Collect

  • Comments: Your name, email, website (optional), IP address, and browser details when you comment (to fight spam).
  • Media: Avoid uploading images with GPS tags—visitors can extract location data.
  • Cookies: Tiny files to remember your login (for 2 weeks if you “Remember Me”), screen preferences (1 year), and comment form auto-fill (1 year).
  • Embedded Content: Videos/articles from other sites (like YouTube) may track you as if you visited them directly.

2. How We Use Your Data

  • To run the blog smoothly (approve comments, prevent spam).
  • To make your visits easier (e.g., cookies save you from re-typing details).
  • To respond to you (e.g., password reset emails include your IP for security).

3. Data Retention

  • Comments stay forever (to auto-approve follow-ups).
  • Registered users can edit/delete their profiles anytime (except usernames).

4. Your Rights

  • Ask for a copy of your data.
  • Request deletion (except data we must keep for legal reasons).
  • Reject cookies via browser settings.

5. Who We Share With

  • Never sold. Comments may be checked by spam filters (like Akismet).
  • Embedded content (e.g., Instagram posts) follows its own privacy rules.

6. Indian Law Compliance

We follow:

  • IT Act, 2000 and SPDI Rules (India’s data protection standards).
  • General best practices (even if GDPR doesn’t apply here).

7. Contact

For questions or data requests, email:
meghmallar.chithi@gmail.com

By using Meghmallar, you agree to this policy. Thank you for trusting us!


গোপনীয়তা নীতি – মেঘমল্লার

সরল বাংলায় আপনার ডেটা সুরক্ষার বিস্তারিত:

১. আমরা কোন তথ্য সংগ্রহ করি?

  • মন্তব্য: আপনি যখন মেঘমল্লারে মন্তব্য করেন, আমরা আপনার নাম, ইমেইল, ওয়েবসাইট (ঐচ্ছিক), আইপি অ্যাড্রেস ও ব্রাউজারের তথ্য সংরক্ষণ করি। এগুলো স্প্যাম প্রতিরোধের জন্য প্রয়োজন।
  • ছবি: জিপিএস-যুক্ত ছবি আপলোড করবেন না (অন্যদের কাছে অবস্থানের ডেটা দৃশ্যমান হতে পারে)।
  • কুকিজ: আপনার সুবিধার জন্য লগইন তথ্য বা পছন্দের সেটিংস মনে রাখতে কুকিজ ব্যবহার করি (১ দিন থেকে ১ বছর পর্যন্ত সক্রিয় থাকে)।

২. আপনার ডেটা কীভাবে ব্যবহার হয়?

  • ব্লগটি সচল রাখতে (মন্তব্য অনুমোদন, স্প্যাম ঠেকানো)।
  • আপনার অভিজ্ঞতা উন্নত করতে (যেমন: বারবার লগইন করতে না দেওয়া)।

৩. ডেটা কতদিন রাখা হয়?

  • মন্তব্য: অনির্দিষ্টকাল (যাতে পরবর্তী মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয়)।
  • নিবন্ধিত ব্যবহারকারীরা: নিজের প্রোফাইল তথ্য যেকোনো সময় সম্পাদনা বা মুছতে পারবেন (ব্যবহারকারীনাম বাদে)।

৪. আপনার অধিকার

  • আপনার ডেটার কপি চাইতে পারবেন।
  • ডেটা মুছে ফেলার অনুরোধ করতে পারবেন (আইনি বাধ্যবাধকতাসহ কিছু তথ্য বাদে)।
  • ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারবেন।

৫. ডেটা শেয়ারিং

  • আমরা কখনোই আপনার তথ্য বিক্রি করি না
  • মন্তব্য স্প্যাম চেক করার জন্য স্বয়ংক্রিয় পরিষেবা (যেমন Akismet) ব্যবহার করতে পারি।
  • এম্বেড করা কন্টেন্ট (যেমন YouTube ভিডিও) সংশ্লিষ্ট সাইটের গোপনীয়তা নীতি মেনে চলে।

৬. ভারতীয় আইন অনুসরণ

আমরা তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এবং SPDI নিয়মাবলী (ভারতের ডেটা সুরক্ষা বিধি) মান্য করি।

৭. যোগাযোগ

প্রশ্ন বা ডেটা সংক্রান্ত অনুরোধের জন্য লিখুন:
meghmallar.chithi@gmail.com

মেঘমল্লার ব্যবহারের মাধ্যমে আপনি এই নীতিতে সম্মত হন। আপনার আস্থার জন্য ধন্যবাদ!


কেন এই বাংলা সংস্করণ?

প্রাসঙ্গিকতা: ভারতীয় আইনের প্রাসঙ্গিক অংশগুলি উল্লেখ করে বিশ্বাসযোগ্যতা।

স্পষ্টতা: আইনি শব্দজট এড়িয়ে সহজ ভাষায় ব্যাখ্যা।

আস্থা: বাংলাভাষী পাঠকদের সাথে যোগাযোগের সেতুবন্ধন।